ফ্রিল্যান্সিং করতে কি কি যোগ্যতার প্রয়োজন ? | qualifications required for freelancing
আচ্ছালামু আলাইকুম প্রিয় ভিজিটর - MR Laboratory এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । আজকে আমি ফ্রিল্যান্সিং করতে কি কি যোগ্যতার প্রয়োজন ? | qualifications required for freelancing নিয়ে আলোচনা করে এই আর্টিকেল সম্পন্ন করব । আরর্টিকেলের মূল বিষয় বস্তু সম্পর্কে জানতে পেইজ সূচি তালিকা দেখুন।
![]() |
ফ্রিল্যান্সিং করতে কি কি যোগ্যতার প্রয়োজন ? | qualifications required for freelancing |
ফ্রিল্যান্সিং করতে কি কি যোগ্যতার প্রয়োজন ?
আপনি অফলাইনেই কাজ করুন আর অনলাইনেই কাজ করুন না কেন আপনি কাজ না জানলে কিন্তু আপনাকে কেউ কাজ দিবে না । তবে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার আ্যাকডেমিক যোগ্যতার কোন প্রয়োজন নেই যা প্রয়োজন সেটা হচ্ছে কোন বিশেষ কাজে দক্ষতা । সেটা হতে পারে - ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থীম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, রেস্পন্সিভ ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন এবং এরকম অসংখ্য কাজের মধ্যে যে কোন একটাতে যেটা আপনার ভাল লাগে । মনে রাখবেন আপনি কোন কাজে দক্ষ না হলে প্রথমে কোনভাবে কাজ পেয়ে গেলেও বেশিদিন টিকে থাকতে পারবেন না । কারণ সেখানে আপনাকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশের মানুষের সাথে প্রতিযোগিতা করেই কাজ পেতে হবে । আর একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনার যে আরেকটি যোগ্যতা লাগবে সেটা হল ইংরেজীতে ভাল দক্ষতা । কারণ আপনার ক্লায়েন্টরা থাকবে বিদেশী তাদের সাথে যোগাযোগ রক্ষার্থে এবং ক্লায়েন্ট কি চায় তা বুঝার জন্য ইংরেজীতে ভাল দক্ষতা অপরিহার্য ।
.
ফ্রিল্যান্সার হওয়ার সুবিধা -
১ । একজন ফ্রিল্যান্সার কোন প্রতিষ্ঠান কিংবা সংস্থার দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ না হয়েই সময়কে কাজে লাগিয়ে দ্রুত কোন প্রজেক্টভিত্তিক কাজ সফলভাবে সমাধান করতে পারেন ।
২ । প্রজেক্টভিত্তিক কাজের মাধ্যমে অল্প সময়ে বেশি প্রজেক্টের কাজ সফলভাবে সম্পন্ন করে আয় বৃদ্ধি করতে পারেন ।
৩ । একজন ফ্রিল্যান্সার তার যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একইসাথে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে সফলভাবে জড়িত রাখতে সক্ষম হন ।
৪ । নিজের কাজের পরিবেশ এবং সময়কে নিজের পছন্দমতো নির্ধারণ করে নেওয়ার সুযোগ পেয়ে থাকেন ।
৫ । এককভাবে ফ্রিল্যান্স করার পাশাপাশি যে কেউ দলীয়ভাবেও কাজ করতে পারেন, যার ফলশ্রুতিতে কাজের মান আরও উন্নত হয় এবং গতি বৃদ্ধি পায় ।
.
আসুন আগে জেনে নেই ফ্রিল্যান্সিং কি ?
বাঁধাধরা কোন নিয়ম মেনে চাকরি না করে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করাই ফ্রিল্যান্স । একজন ফ্রিল্যান্সার এক বা একাধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারেন । আবার কেউ ইচ্ছে করলে চাকরি বা পড়ালেখার পাশাপাশিও কাজ করতে পারেন । মোদ্দা কথা হল কোন প্রতিষ্ঠানে বাঁধা চাকরি না করে বা চাকরি করার পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী সময়ে শ্রম দিয়ে অর্থ উপার্জনের একটি সহজ উপায় হল ফ্রিল্যান্সিং । ফ্রিল্যান্সিং আপনি একাকি বা কোন গ্রুপ এর সাথে যুক্ত হয়েও করতে পারেন ।
.
এখন আসুন ফ্রিল্যান্সিং করা যায় বা ফ্রিল্যান্সিং করার জন্য কাজ পাওয়া যায় এরকম কিছু সাইটের সাথে পরিচিত হই
.ফ্রিল্যান্সিং করার জন্য কিছু সাইট
- আপওয়ার্ক.কম ( http://www.upwork.com)
- ফাইবার.কম (http://www.fiverr.com)
- ফ্রিল্যান্সার.কম ( http://www.freelancer.com )
.
আরো পড়ুন ঃ পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিক
আপনি কি ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে জানতে চান? তাহলে mrlaboratory.info এ চলে আসুন। ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন আমাদের ফ্রিল্যান্স কাউন্সেলরের কাছ থেকে
tags: ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায়,ফ্রিল্যান্সিং,ফ্রিল্যান্সিং কি,ফ্রিল্যান্সিং শিখুন,ফ্রিল্যান্সার হতে কি প্রয়োজন,ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন,ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে,ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে?,ফ্রিল্যান্সিং করতে কি কি জানা লাগে,ফ্রিল্যান্সিং করতে কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগে?,ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি দক্ষতা লাগে,আমি ফ্রিল্যান্সিং করতে চাই,আপনি কি পারবেন ফ্রিল্যান্সিং কাজ করতে?,ফ্রিল্যান্সিং কিভাবে শিখব,কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো
আপনি আসলেই নিওটেরিক আইটির একজন মূল্যবান পাঠক । ফ্রিল্যান্সিং করতে কি কি যোগ্যতার প্রয়োজন ? | qualifications required for freelancing এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ । এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবস্যয় আমাদের কমেন্ট করে জানাবেন । আরো পড়ুনঃ -