বাংলা শুভ রাত্রি জানানোর এসএমএস। Bangla good night sms
আচ্ছালামু আলাইকুম প্রিয় ভিজিটর - MR Laboratory এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । আজকে আমি বাংলা শুভ রাত্রি জানানোর এসএমএস। Bangla good night sms নিয়ে আলোচনা করে এই আর্টিকেল সম্পন্ন করব । আরর্টিকেলের মূল বিষয় বস্তু সম্পর্কে জানতে পেইজ সূচি তালিকা দেখুন।
বাংলা শুভ রাত্রি জানানোর এসএমএস। Bangla good night sms |
আপনাদের জন্য আজকে নিয়ে এলাম শুভ রাত্রি জানানোর এস এম এস , স্ট্যাটাস , পিক , শুভেচ্ছা বার্তা ইত্যাদি । আপনারা অনেক ওয়েবসাইটে দেখেছেন শুভ রাত্রি এস এম এস , শুভেচ্ছা বার্তা । স্পেশাল মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য আপনি আমাদের এই পেইজ থেকে বার্তা কপি করে আপনার প্রিয় মানুষকে পাঠাতে পারবেন । আমাদের এই ওয়েবসাইটের আপনার জন্য সেরা কিছু বাচাইকৃত স্ট্যাটাস , এস এম এস শেয়ার করেছি ।
শুভ রাত্রি
বাংলা শুভ রাত্রি জানানোর এসএমএস : আমরা সবাই মনে করি রাত্রি মানে শেষ , কিন্তু রাত্রু মানে শুরু হয় । ২৪ ঘন্টা দিনের শুরু হয় রাত দিয়ে । কিন্তু আমাদের কাছে হিসেবটা উলটা মনে হয় । কারন আমাদের রাতের সময়টা ঘুমের মধ্যে কেটে যায়। যেহেতু রাত্রু শুরু হয় দিনে শুরুতে তাই আমাদের উচিত আমাদের প্রিয় মানুষ গুলোকে সুন্দর একটা মেসেজ বা এস এম এস দিয়ে প্রিয় মানুষকে সন্তুষ্ট রাখা । নিছে আপনাদের জন্য বাচাই করা সেরা কিছু শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা শেয়ার করা হল ।
আরো পড়ুন ঃ শুভ সকাল | শুভ সকাল পিক
শুভ রাত্রি পিক
শুভ রাত্রির সেরা কিছু পিক শেয়ার করা হল যাতে আপনার স্পেশাল মানুষকে পাঠাতে পারেন ।
শুভ রাত্রি পিক |
শুভ রাত্রি পিক |
শুভ রাত্রি পিক |
শুভ রাত্রি পিক |
শুভ রাত্রি পিক |
শুভ রাত্রি পিক |
শুভ রাত্রি শুভেচ্ছা
শুভ রাত্রি শুভেচ্ছা জানান আপনার প্রিয় মানুষদের । আমরা আমদের প্রিয় মানুষদের ঘুমানোর আগে শুভ রাত্রি বলে ঘুমোতে চলে । ঠিক সেই মুহুর্তে সুন্দর একটা মেসেজ দিয়ে আপনার প্রিয় বন্ধুদের শুভ রাত্রি বার্তা পাঠান ।
আরো পড়ুন ঃ সপ্তাহের সেরা কয়েকটি চাকরি
শুভ রাত্রি gif
অনেকে গিফ ইমেজ চিনে না । gif ইমেইজ হলো একদম ছবির মত কিন্তু একটু এনিমেশন করবে । নিছে কিছু শুভ রাত্রি gif ইমেইজ শেয়ার করা হলো ।
শুভ রাত্রি gif |
শুভ রাত্রি gif |
শুভ রাত্রি gif |
শুভ রাত্রি স্ট্যাটাস
কিছু কিছু ব্যাক্তি আছেন যারা শুভ রাত্রি জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে থাকেন। এক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে প্রতি ব্যক্তিদের এসএমএস না পাঠিয়ে একসাথে স্ট্যাটাসের মাধ্যমে সকলকে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা জানানো যায়।তাই যেসকল ব্যক্তিবর্গ স্ট্যাটাসের মাধ্যমে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা জানাতে চান, তাদের জন্য আমরা নিম্নে কিছু শুভ রাত্রি স্ট্যাটাস উপস্থাপন করছি। আপনারা এখান থেকে সংগ্রহ করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একাউন্টে স্ট্যাটাস দিতে পারবেন ।
১. শুভাকাঙ্খীরা অনেকটা রাতের আকাশে তারার মত
সর্বদা উজ্জল কিন্তু আমরা তাদের দেখতে পাইনা,
যতক্ষণ না অন্ধকার নেমে আসে।
শুভরাত্রি
২. রাত্রি দিনের থেকে দীর্ঘ হয় যারা স্বপ্ন দেখে,
আর দিন রাত্রির থেকে দীর্ঘ হয় তাদের কাছে যারা এই স্বপ্নকে সত্যি করে।
শুভরাত্রি
৩. সারাদিনের সুন্দর মুহূর্ত গুলো শেষের দিকে,
খারাপ স্মৃতিকে ভুলে যাও,
মনে রাখো কেবল ভালো সময়টাকে
মনটা তাজা করতে ভালো একটা ঘুম দাও।
শুভরাত্রি
৪. তোমার সব চাওয়া
পুরুন হোক,
সব স্বপ্ন সত্যি হোক!
ভালো থেকো।
শুভরাত্রি
৫. অতীতের কথা বেশি ভেবো না,
ভবিষ্যতের চিন্তা বেশি কোরো না,
বরং ওই সময়ে কয়েকটা মশা মারো
যাতে ঘুমাতে ভালো পারো।
শুভ রাত্রি
৬. কথায় বলে একটা ভালো ঘুম সুন্দর সকাল উপহার দেয়।
তাই আর দেরী না করে চটপট ঘুমিয়ে পড়।
শুভ রাত্রি
৭. নিজের চোখে স্বপ্ন জমিও না,
তারা অশ্রুজলের সাথে মুছে যেতে পারে
বরং নিজের হৃদয়ে জমাও,
প্রতিটা হৃদস্পন্দন সেগুলোকে পূর্ণ করার অনুপ্রেরণা যোগাবে। শুভ রাত্রি
৮. অন্ধকার এই রাতে ,জোনাকি
সাথে এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম
তোমার জানালার কাছে আর
জোনাকি ডানায় লিখে দিলাম।
শুভ রাত্রি
৯. সবথেকে বড় উপহার যেটা তুমি কাউকে দিতে পার
সেটা হলো তোমার সময়।
কারণ তুমি তোমার জীবনের এমন
একটা অংশ দিচ্ছ যেটা ফেরত পাওয়া যায় না।
শুভ রাত্রি
১০. ঘুমন্ত দিনের ঘুমন্ত সময়ে ঘুমন্ত বন্ধুর কাছ
থেকে ঘুমন্ত মানুষের কাছে এই মেসেজটা গেল।
শুভ রাত্রি
১১. চাঁদ এসেছে তোমার স্বপ্নকে রঙিন করতে,
তারারা এসেছে সুরময় করতে আর
আমার মেসেজ এসেছে তোমাকে
এক শান্ত ও উষ্ণ নিদ্রা উপহার দিতে।
শুভরাত্রি
১২. চারদিকে অন্ধকার নেমে এসেছে,
পাখিরা তাদের বাসায় ফিরেছে,
রাস্তাঘাট শুনশান হয়ে গেছে,
সবাই ঘুমিয়ে পড়েছে,
আমি শুধু জেগে রয়েছি
কেন ? শুভরাত্রি বলার জন্য।
শুভরাত্রি
১৩. নিরবে রাতে ঘুম পাড়িয়ে
হাসছে মিষ্টি মিষ্টি
মনে রেখো আমার এই
বন্ধুর চিটিছিত
শুভরাত্রি
১৪. সূর্য রক্তিম হবে না,
সাগর নীল হবে না,
আমি খুশি হবো না,
যতক্ষন না বিরক্ত করছি।
শুভরাত্রি!
১৫. রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি,
এই মনে একা একা তার ছবি আঁকি,
জোস্নার নীল আলো তার চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশে।
শুভ রাত্রি
১৬. স্বপ্ন হৃদয় আর আত্মাকে স্পর্শ করে|
এটা একটা অলৌকিক শক্তি যা কল্পনা আর বাস্তবকে একত্রিত করে |
আশা করি আজ রাতে তুমি মধুরতম স্বপ্ন দেখো।
শুভরত্রি
১৭. মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই।
শুভ রাত্রি
১৯. প্রেম তো অনেকেই করে,
কতজন আর ভালবাসে,
সম্পর্ক তো সবাই থাকে
কতজন আর কাছে আসে।
শুভ রাত্রি
২০. পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত।
এ কথা যদি সে জানতো ?
শুভ রাত্রি
২১. ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্তক্ষনে তাইত জানাই।
শুভ রাত্রী
২২. আজকাল কাউকে কিছু
বুজানোর থাকে
চুপ করে থাকা অনেক ভালো।
শুভ রাত্রী
২৩. মোমবাতি আগুন ছাড়া জ্বলতে পারে না,
চাঁদ রাত্রি ছাড়া ঝলমল করে না,
তেমনি তোমাকে শুভরাত্রি না বলে আমিও ঘুমাতে যাই না।
শুভ রাত্রি
২৪. আর আজকে নোনতা স্বপ্ন দেখো!
কারণ প্রতিদিন মিষ্টি স্বপ্ন দেখলে আবার সুগার হয়ে যেতে পারে।
শুভ রাত্রি
২৫. মিষ্টি তারা মুছকি হাসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদ মামা ঝিমিয়ে আলো,
বলছে তোমায় চোখ টা মেলো,
না ঘুমালে ঘুমের পরি,
স্বপ্ন তোমার করবে চুরি।
শুভ রাত্রি!
২৬. জীবনের লক্ষ্যে পৌছাতে স্বপ্নের প্রয়োজন,
স্বপ্নের জন্যে ঘুমের প্রয়োজন।
তাই তুমি তোমার লক্ষ্যের প্রথম পদক্ষেপ নাও,
ঘুমাতে যাও।
শুভরাত্রি
২৭. এখনো অনেক রাত বাকি,
আমার হৃদয়ে অনেক কথা বাকি।
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়,
কারণ এখনও তোমার অনেক ঘুম বাকি।
শুভরাত্রি
২৮. রাত্রি হলো থিয়েটার,
স্বপ্ন হলো নাটক,
ঈশ্বর হলেন পরিচালক,
প্রকৃতি হলো প্রযোজক ..
আর তুমিই হ
লে নায়ক!
তাই চুটিয়ে অভিনয় করো।
শুভরাত্রি
২৯. স্বপ্ন মানে বাঁচার নেশা,
স্বপ্ন মানে ভালবাসা.
স্বপ্ন মানে দু:খ ভুলে নতুন পথযাত্রী
স্বপ্ন দেখো মিষ্টি ঘুমে জানাই শুভ রাত্রি
৩০. দারুন মুহূর্তের কথা ভরা একটা বালিশ,
পাঠাচ্ছি যাতে করে সুন্দর স্বপ্ন দেখতে পারবে!
ভালবাসায় মোড়া একটা চাদর পাঠাচ্ছি ,
যাতে করে সারারাত যত্নে থাকতে পারো।
শুভরাত্রি
শুভ রাত্রি শুভেচ্ছা ছবি
শুভ রাত্রি শুভেচ্ছা ছবি দেওয়া হলো । সব ছবি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে । সেরা কিছু ছবি এবং মানুষের পছন্দের কিছু ছবি নিছে দেওয়া হলো । শুভ রাত্রি,শুভ রাত্রি এসএমএস,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ রাত্রির শুভেচ্ছা,শুভরাত্রি শুভেচ্ছা মেসেজ,শুভ রাত্রি মেসেজ,শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি ছন্দ,রাতের শুভেচ্ছা,শুভ রাত্রি স্ট্যাটাস,শুভ রাত্রি রোমান্টিক মেসেজ,শুভ রাত্রি বন্ধু,রাতের শুভেচ্ছা মেসেজ,শুভরাত্রির শুভেচ্ছা,গুড নাইট শুভ রাত্রি বন্ধু,রোম্যান্টিক শুভ রাত্রি মেসেজ,good night শুভরাত্রি শুভেচ্ছা মেসেজ,রাতের শুভ কামনা,new song/সবাই কে শুভেচ্ছা জানান,শেষ রাতের কবিতা,গভীর রাতের কবিতা
শুভ রাত্রি শুভেচ্ছা ছবি |
শুভ রাত্রি শুভেচ্ছা ছবি |
শুভ রাত্রি ছবি
শুভ রাত্রি ছবি ঃ প্রিয় পাঠক , আমাদের ওয়েবসাইট bn.mrlaboratory.info -এ আপনাদের স্বাগতম। আপনি কি নতুন শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা ,Good night in Bangla খুঁজছেন। তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টটি বাছাই করা সেরা শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা পাবেন। আপনি এই good night in bangla,good night sms for bangla,good night sms in bangla গুলি কে খুব সহজেই কপি করে বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের পাঠাতে পারবেন ।
শুভ রাত্রি ছবি |
শুভ রাত্রি ছবি |
শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা
শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা ঃ জীবনে অনেক সময় আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে সময় কাটাতে ভুলেই যায়। তবে রাত্রি হল এমন একটি শান্তি পূর্ণ সময় যখন আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে একটু সময় কাটাতে পারি। কিন্তু আমাদের জীবনে এমন অনেক প্রিয় মানুষ আছে যারা আমাদের থেকে দূড়ে থাকে। তাদেরকে শুভ রাত্রির শুভেচ্ছা জানানোর জন্য Bengali SMS আপনাদের জন্য নিয়ে এসেছে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস।
শুভ রাত্রি মেসেজ
আমাদের ওয়েবসাইটে পাবেন শুভ রাত্রির বাংলা মেসেজ , রাতের বেলায় ঘুমাতে গিয়ে মনের মানুষকে নিয়ে চিন্তা করেনা এমন মানুষ পৃথিবীতে নেই । মনে করার পাশাপাশি যদি সেই মানুষকে একটি শুভ রাত্রি এসএমএস পাঠানো যায় তাহলে যেন ব্যাপারটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে । তেমনি কিছু বাছাই করা এসএমএস নিয়ে আজকের আয়োজন শুভ রাত্রি মেসেজ, স্ট্যাটাস , Quotes ।
অতীতের কথা বেশি ভেবো না ,
ভবিষ্যতের চিন্তা বেশি কোরো না ,
বরং ওই সময়ে কয়েকটা মশা মারো..
যাতে ঘুমাতে ভালো পারো ।
..শুভরাত্রি ..
টুইংকেল টুইংকেল লিটেল স্টার,
সময় হল ঘুমাও এবার,
মশার সাথে করো ফাইট,
আজকের মতো গুড নাইট।
….শুভ রাত্রি ….
আমি আচতে আচতে হাঁটছি কারণ
আমার ধারণা তুমি ঘুমিয়ে পড়েছো…
আমি শুধু একটা কথা বলতে এসেছি ,
তোমার সব স্বপ্ন মিষ্টি হোক।
..শুভ রাত্রি..
“ স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য ।
তাই স্বপ্নকে ত্যাগ না করে,
তাকে সঙ্গে নিয়ে চলো।
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ”
..শুভরাত্রি..
অতীত কে ভুলে বর্তমান কে আপন করে বাঁচতে শিখো,
অতীতকে যত বেশি গুরুত্ব দেবে,
ভবিষ্যৎ তত বেশী খুশ গুলোকে দূরে নিয়ে যাবে ।
..শুভরাত্রি..
শুভ রাত্রি রোমান্টিক মেসেজ
শুভ রাত্রি রোমান্টিক মেসেজ পাঠাতে চাই সবাই । একটু রোমেন্টিক না করলে রিলেশনটা বেশিদিন ঠিকে না । রোমেন্টিক করতেই হয় । তাই রাতে প্রতিদিন রোমেন্টিক একটা মেসেজ পাঠান আপনার প্রিয়জনকে ।
দিপ নিভলো রাত্রি হলো আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাসচে দেখো বলচো কি গো ভালো,
রাত তো দেখি অনেক হলো যাও গো সুতে যাও,
এসেছি আমি পাহারা দিতে নিশ্চিন্তে ঘুমাও ।
শুভ রাত্রি
মিষ্টি তারা মুছকি হাসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদ মামা ঝিমিয়ে আলো,
বলছে তোমায় চোখ টা মেলো,
না ঘুমালে ঘুমের পরি,
স্বপ্ন তোমার করবে চুরি ।
শুভ রাত্রি
অন্ধকার এই রাতে, ঝোনাকির সাথে
এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম
তোমার জানালার কাছে আর
ঝোনাকির ডানায় লিখে দিলাম
<<<< শুভ রাত্রি >>>>
রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি,
এই মনে একা একা তার ছবি আঁকি ,
জোস্নার নীল আলো তার চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশে ।
<<<< শুভ রাত্রি >>>>
ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,
আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট ।
রাত মানে গভির নেসায় স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা ,
রাত মানে চোখটি বুজে সৃতির দোকান খোলা,
রাত মানে তোমাকে আমার শুভ রাত্রি বলা ।
কোন ব্যাপার না আকাশ নীল বা কালো,
কোন ব্যাপার না আঁধার থাক বা আলো,
কোন ব্যাপার না দিনটা আমার কেমন গেলো,
শুধু বন্ধু তুমি থেকো ভালো ,
শুভ রাত্রি
রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলো আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরি ,
শুভ রাত্রি
চোখ তুমি বুঝিয়ে ফেলো অনেক হলো রাত,
কালকে আবার দেখবো নতুন সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
অনেক হলো রাত এবার দাও ঘুমের সাগরে ডুব ।
শুভ রাত্রি
যোনাকি হল রাতের বাতি ।
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হল মায়াবী পাখি।
বন্ধু নাকি সুখ দুঃখের সাথী।
তাই জানাই তোমাদের ” শুভ রাত্রী।
রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো।
রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো। শুভ রাত্রী।
ভরের আলো উঠবে ফুটে রাতের অবসানে,
তুমায় আবার জাকতে হবে নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইতো জানাই শুভ রাত্রী
নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাক পোকার সাথে।
দেখছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত
.গুড নাইট
সবার চোখে ঘুম এখন নীরব রাত,
আমার চোখে ঘুম নেই কেনো বলতে পারো ?
কোন শুখের আসায় আমার এই রাত জাগাঁ ?
কেনো মন আজ দিশে-হারা। গুড_নাইট।
যদি চাদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা,
তোমার বাড়ি যদি হতো কাছে-
আমি রোজ বলতে আসতাম একটা কথা ।
((( গুড নাইট )))
রাতে এক লোক কে মসা কামড়াচ্ছে,
লোকটা বিষ খেয়ে বললো-
রক্তে বিষ মিশে গেছে, এবার কামড়া,
তুমি কিন্তু এটা করো না ।
গুড নাইট
আজ রাত তুমি ঝাল ঝাল স্বপ্ন দেখো,
কারো রোজ মিষ্টি শরিরের জন্য ভালো নয়,
শুভ রাত
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই ” শুভরাত্রি ”
শুভ রাত্রি এসএমএস | শুভ রাত্রি এস এম এস
প্রিয় বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম কিছু সুন্দর বাংলা শুভ রাত্রি এস এম এস , ছন্দ ছবি সহ অনেক কিছু । এই পোস্টে আপনারা পাবেন সব ধরনের এসএমএস ও কবিতা । আপনারা হয়তো এর আগে অনেক বাংলা গুড নাইট এসএমএস দেখেছেন, কিন্তু আজ আমি যে এসএমএস গুলো শেয়ার করবো তা অন্যদের চেয়ে অনেক সুন্দর ও রোমান্টিক । সব গুলো বাংলা শুভ রাত্রি এস এম এস আপনাদের ভালো লাগবে এই আশা করতে পারি । আর আমাদের অন্যান্ন পোস্ট থেকে আরো অনেক ধরনের শুভ রাত্রি এস এম এস পাবেন । আশা করি বাকি পোস্ট গুলো ও দেখে আসবেন । ভালো লাগার নিশ্চয়তা ১০০% । আজ আর কথা না, দেখা যাক কি কি এসএমএস আর কবিতা ছন্দ আছে। শুভ সকাল ।
শুভ রাত্রি কবিতা
(1) আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে, মন
কে শান্ত রাখার চেষ্টা
করে, তোমাদের সকলকে
জানাই শুভ রাত্রি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(2) আকাশ জুড়ে তারার মেলা
আর চাঁদের খেলায় ভুলা মন।
মন চাইছে খুশি থাকুক আমার
আপনজন। নীল রঙ্গের আকাশ
এখন দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর
তোমরাও থেক ভালো।
**শুভ_রাত্রী**
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(3) নিরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি
মিটি,মনে রেখ আমার এই বন্ধুত্বের
চিঠি।বন্ধু তোমাদের দেখতে আমার
মনটা দিলো পাড়ি,এবার তবে ঘুমিয়ে
পর। না ঘুমালে আড়ি...
#_শুভ_রাত্রী_
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(4) কিছু মানুষ ভালোবাসে , কিছু মানুষ স্বপ্ন বাধে । কিছু মানুষ
আধার রাতে , চাঁদের সাথে কথা বলে । কিছু মানুষ দুঃখ
পোষে, কিছু মানুষ কষ্ট খোঁজে । কিছু মানুষ জোছনা
রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে । GooD
Night
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(5) বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পরছে... ওদিক থেকে
ঘুমের একটি হাওয়া বার বার শরীরে ছুঁয়ে যাচ্ছে.... কিন্তু
দায়িত্ত্ব আর অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(6) "Twinkle Twinkle" লিটিল স্টার সময় হলো ঘুমাও এবার মশার
সাথে করো ফাইট আজকের মতো Good Night
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(7) স্বপ্ন মানে বাতির খেলা!! স্বপ্ন ভালোবাসা!! স্বপ্ন
মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!! স্বপ্ন মানে দুঃখ
ভুলে নতুন পথযাত্রী!! স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায়
শুভরাত্রি!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(8) নিরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি, মনে রেখ আমার
এই বন্ধুত্বের চিঠি। বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিল
পাড়ি, এবার তবে ঘুমিয়ে পর। না ঘুমালে আড়ি... শুভ রাত্রি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(9) আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে, মন কে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(10) সবার চোখে ঘুম এখন নীরব রাত, আমার চোখে
ঘুম নাই কেন বলতে পারো, কোন সুখের আশায় আমার
এই রাত জাগা কেন মন আজ দিশে হারা। #গোড_নাইট।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(11) আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন।
মন চাইছে খুশি থাকুক আমার আপনজন। নীল রঙ্গের আকাশ
এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তোমরাও
থেক ভালো। **শুভ_রাত্রী**
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(12) রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা। রাত মানে
লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা। রাত মানে চোখটি বুজে স্রিতির
মোড়ক খোলা। রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(13) রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমায়
ছাড়া। .......¤¤¤শভ রাত্রি ¤¤¤........
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(14) জোনাকি হল রাতের বাতি। স্বপ্ন নাকি ঘুমের সাথি। মন হল
মায়াবী পাখি। ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি। তাই জানাই
তোমাদের "শুভ রাত্রি"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(15) রাত শুধু আধার নয়, একটু খানি আলো। রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পর, ভাল থেক। শুভ রাত্রি।
শুভ রাত্রি বন্ধু
গুড নাইট শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি মেসেজ,শুভ রাত্রি এসএমএস,শুভ রাত্রি,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ রাত্রি রোমান্টিক মেসেজ,শুভ রাত্রি ফানি স্ট্যাটাস,wishes শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি স্ট্যাটাস,শুভ রাত্রি প্রিয়তমা,শুভ রাত্রি সোনা,বন্ধু শুভরাত্রি,শুভ রাত্রির শুভেচ্ছা,রোম্যান্টিক শুভ রাত্রি মেসেজ,শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,good night শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ রাত্রির শুভেচ্ছা ভিডিও,রাতের শুভ কামনা,#রাত্রি,বন্ধু,#শুভরাত্রিবন্ধু
শুভ রাত্রি sms
শুভ রাত্রি sms দিন আপনার প্রিয়জনকে ঃ শুভ রাত্রি এসএমএস,শুভ রাত্রি,good night bangla sms,শুভ রাত্রি মেসেজ,গুড নাইট শুভ রাত্রি বন্ধু,good night sms,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ রাত্রি রোমান্টিক মেসেজ,শুভ রাত্রির শুভেচ্ছা,শুভ রাত্রি শুভেচ্ছা কবিতা,শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি শুভেচ্ছা ছবি,শুভ রাত্রি gif,শুভ রাত্রি ছবি,শুভ রাত্রি sms,শুভ রাত্রি ছন্দ,শুভ রাত্রি বন্ধু,good night sms bangla,গুড নাইট শুভ রাত্রি,শুভ রাত্রি কবিতা ছবি,শুভরাত্রি শুভ রাত্রি,শুভ রাত্রি শুভেচ্ছা ছন্দ
শুভ রাত্রি ভিডিও
শুভ রাত্রি গান
শুভ রাত্রি নাটক
Drama : শুভ রাত্রি | Shuvo Ratri
Directed By : Ponir Khan & Salim Akond
Script : Salim Akond
Starring : Tawsif Mahbub & Tasnia Farin
Co-Starring : Shorno Lota, Forhad Babu, G M Masud, & Many Others
Cinematography : Kamrul Islam Shuvo
Edit & Color : Shawon Ahmed Shishir
Primary Edit : Agun Suvo
Post: CMV EDITX
Bacground Score : Apel Mahmud Emil
Chief Assistant Director : Sakib Mahmud
Assistant Director : Arif Mahmud & rizvi
Publicity Designer : Masum Billah
Make-up : Mohosin Ahmed
Label : SURANJOLI
Producer : Kaium Khan & Ainul Islam Chonchol
Produced by : Suranjoli
শুভ রাত্রি এস এম এস
শুভ রাত্রি এসএমএস,শুভ রাত্রি,শুভ রাত্রি মেসেজ,গুড নাইট শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ রাত্রি শুভেচ্ছা এস এম এস,শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রির শুভেচ্ছা,শুভ রাত্রির এস এম এস,শুভ রাত্রি রোমান্টিক মেসেজ,শুভ রাত্রি gif,শুভ রাত্রি সুন্দর ছবি,শুভ রাত্রি শুভেচ্ছা ছবি,গুড নাইট এস এম এস,শুভ রাত্রি ছন্দ,শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি শুভেচ্ছা কবিতা,শুভ রাত্রি চয়েসফুল বাংলা এস এম এস।। sms আড্ডা ।।,আজ শুভ রাত্রি,শুভ রাত্রি ছবি,শুভ রাত্রি sms
শুভ রাত্রি ইমেজ | শুভ রাত্রি ফটো
শুভ রাত্রি ইমেজ আরো দেওয়া হলো ।
শুভ রাত্রি,শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি ভিডিও,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ সন্ধ্যা ইমেজ,শুভ সকাল,শুভ রাত্রি বলার কয়েকটি অতুলনীয় শুভেচ্ছাবানী,শুভ সন্ধ্যা,শুভ রাএি,ইমেজ ফটো,শুভ সকাল বন্ধু,শুভ সন্ধ্যা ভিডিও,শুভরাত্রি,শুভ দুপুর,শুভ সকাল ছন্দ,শুভ নববর্ষ ছবি,শুভ সকাল কবিতা,শুভ সকালের সেরা বাংলা এসএমএস,#শুভরাত্রিবন্ধু,শুভ সন্ধ্যা গান,শুভ সন্ধ্যা ফটো,শুভ পহেলা বৈশাখ,শুভ নববর্ষ ১৪২৮,জন্ম তারিখ থেকে জানুন আপনার শুভ ও অশুভ সংখ্যা,শুভ সকাল এসএমএস
শুভ রাত্রি ইমেজ |
শুভ রাত্রি ইমেজ |
শুভ রাত্রি ইমেজ |
শুভ রাত্রি ছন্দ
শুভ রাত্রি ছন্দ : হ্যালো বন্ধুরা, আমাদের সবার জীবনে প্রেম ভালোবাসা আসে, হোক সে মেয়ে অথবা ছেলে। ভালোবাসা এমন একটা জিনিস যে প্রত্যেক জীবনেই প্রয়োজন। এই ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না, সুখী দুখে প্রিয় মানুষটি যখন পাশে থাকে, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ মনে হয়। অনেকে আমরা প্রিয় মানুষটিকে ছেড়ে দূরে থাকি, হয়তো তার সঙ্গে রাতে ফোনে অনেক এসএমএস করা হয়। ফোনে কথাবার্তা হয়। এমন সময় চোখের পাতায় ঘুমের আমেজ চলে আসে। তখন প্রিয় মানুষটিকে কিছু একটা রোমান্টিক ছন্দ বলে সবাই ঘুম পাড়িয়ে দিতে চাই।
আশা করি এই রাতের ছন্দ গুলি আপনার ভালো লাগবে। আপনি চাইলে এখান থেকে কপি করে আপনার প্রিয় মানুষটিকে এসএমএস করতে পারেন।
> জোনাকি হল রাতের বাতি, স্বপ্ন নাকি ঘুমের সাথে, মন হল মায়াবী পাখি, ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথী, তাই জানাই তোমাকে >> 🌃শুভ রাত্রি✨
> রাত শুধু আঁধার নয়, একটুখানি আলো। রাত শুধু খারাপ, নয় সব খবর ভালো। তাই ঘুমিয়ে পড়ো ভালো থেকো >> শুভ রাত্রি 🌃
> রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা। রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা। রাত মানে চোখটি বুজে স্মৃতির মোড়ক খোলা। রাত মানে তোমাকে আমার শুভ রাত্রি বলা।
> আজ আকাশে শুধুই লাখ তারার মেলা, আজ রাতে করবো স্বপ্ন নিয়ে খেলা, তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো মনের মত করে, আমি ঘুমাতে গেলাম তোমার শুভ রাত্রি বল।
> সবার চোখে ঘুম এখন নীরব, আমার চোখে ঘুম নেই কেন বলতে পারো?? কোন সুখের আশায় আমার প্রিয় রাত জাগা কেন আজ দিশেহারা।
>> গুড নাইট
> নিরব নিস্তব্ধ এই রাতে, আমি জেগে আছি জোনাকি পোকার সাথে, দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ🌙 ,এভাবে কেটে যাক আমার দুঃখ ভরা রাত! >> শুভ রাত্রি।
> আমার কথা না ভেবে তুমি ঘুমিয়ে পড়বে এটা হতে পারে না ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পড়বে তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না এটাই হলো ভালোবাসার !! >> শুভ রাত্রি
> যদি চাঁদে না থাকে কলঙ্ক, মনে যদি না থাকে ব্যথা। তোমার বাড়ি যদি হতো কাছে , আমি রোজ বলতে আসতাম একটি কথা, তোমাকে অনেক ভালোবাসি। >> শুভ রাত্রি
> আমি মেঘ তুমি আকাশ, আমি ফুল তুমি সুবাস, আমি কবি তুমি কবিতা, আমি শুর তুমি গান, আমি দিন তুমি রবি,আমি রাত তুমি চাঁদ, ( শুভ রাত্রি
> চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঁঝিঁ পোকার চুপ, আমি তোমাই এখনো বন্ধু মিস করছি খুব, রাতের আঁধার ঘনকালো এবার প্রিয় ঘুমাতে চলো (শুভ রাত্রি
> দিপ নিভলো রাত্রি হলো আকাশ হলো কালো, এক ফালি চাঁদ হাসে দেখো বলছ কি গো ভালো, রাত তো দেখি অনেক হলো যাও গো সুতে যাও, এসেছি আমি পাহারা দিতে নিশ্চিন্তে ঘুমাও >> শুভ রাত্রি
> মিষ্টি তারা মুচকি হাসে, জোনাকিরা উরছে গাছে,
চাঁদ মামা ঝিমিয়ে আলো, বলছে তোমার চোখটা মেলো, না ঘুমালে ঘুমের পরী, স্বপ্ন তোমার করবে চুরি। >> শুভ রাত্রি
> অন্ধকার এই রাতে, জোনাকির সাথে এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম তোমার জানালার কাছে আর জোনাকির ডানাই লিখে দিলাম >> শুভ রাত্রি।
শুভ রাত্রি hd
শুভ রাত্রি hd পিকচার ডাউনলোড লিঙ্ক নিছে দেওয়া হলো । , শুভ রাত্রি,শুভ রাত্রি এসএমএস,গুড নাইট শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি মেসেজ,শুভ রাত্রির শুভেচ্ছা,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ রাত্রি স্ট্যাটাস,শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি রোমান্টিক মেসেজ,রোম্যান্টিক শুভ রাত্রি মেসেজ,রাতের শুভেচ্ছা,রাতের শুভেচ্ছা মেসেজ,শুভরাত্রি,শুভরাত্রি ছন্দ,রাতের ছন্দ,শুভরাত্রি কবিতা,শুভরাত্রি গুডনাইট,গুড নাইট শুভরাত্রি,শেষ রাতের কবিতা,গভীর রাতের কবিতা,রাতের স্ট্যাটাস,শুভরাত্রি শুভেচ্ছা মেসেজ,নির্জন রাতের কবিতা
শুভ রাত্রি ভিডিও গান
শুভ রাত্রি,শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি শুভেচ্ছা ভিডিও,গুড নাইট শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি ভিডিও,love শুভ রাত্রি,শুভ রাত্রি মেসেজ,শুভ রাত্রির শুভেচ্ছা,শুভ রাত্রি ভালোবাসা,শুভ রাত্রি এসএমএস,গুড নাইট শুভ রাত্রি,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভরাত্রি শুভ রাত্রি,শুভ রাত্রি রোমান্টিক মেসেজ,শুভরাত্রি শুভ রাত্রি শুভেচ্ছা,images গুড নাইট শুভ রাত্রি বন্ধু,রাতের শুভ কামনা,গুড নাইট শুভেচ্ছা ভিডিও,গুড নাইট ভিডিও,শুভরাত্রি ছন্দ,#শুভরাত্রিবন্ধু,শুভরাত্রি গুডনাইট,
শুভ রাত্রি বন্ধু sms
এমন কিছু বন্ধু আছে যারা অনেক কাছের । তাদের সাথে প্রতিদিন কথা না বললে দিন কাটে না । সেই সকল বন্ধুদের শুভ রাত্রি মেসেজ দিতে আমাদের এই পোস্ট । নিছে বন্ধুদের পাঠানোর জন্য কিছু শুভ রাত্রি এস এম এস শেয়ার করা হলো । শুভ রাত্রি এসএমএস,good night bangla sms,গুড নাইট শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি মেসেজ,শুভ রাত্রি,good night sms,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি রোমান্টিক মেসেজ,শুভ রাত্রি sms,good night sms bangla,শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি gif,গুড নাইট শুভ রাত্রি,শুভ রাত্রি স্ট্যাটাস,শুভ রাত্রি প্রিয়তমা,শুভরাত্রি শুভ রাত্রি,শুভ রাত্রি ফানি স্ট্যাটাস,শুভ রাত্রির শুভেচ্ছা,শুভ রাত্রি গান,love শুভ রাত্রি,শুভ রাত্রির এস এম এস,sms
রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো।
✨শুভ রাত্রি✨
আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে,
মনকে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানায়
✨শুভ রাত্রি✨
রাত হয় গভীর,
চোখে আসে ঘুম।
আকাশে ওঠে চাঁদ,
রাত্রী হয় নিঝুম।
সুন্দর স্বপ্ন তােমায়
করে ডাকাডাকি,
রাত্রি পেরিয়ে গেল,
স্বপ্ন দেবে ফাঁকি।
✨শুভ রাত্রি✨
কাজে কাজে দিন শেষ
ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাঁদ মামা আলো দিলো,
তুমি এখন ঘুমিয়ে পর।
✨শুভ রাত্রি✨
ঝিঝি পোকা গাইছে গান
বলছে ঝিকিমিকি।
বন্ধু তোমায় SMS এ
Good Night লিখি।
রাত হয়েছে আলগা করে
চোখটা এবার বুজো।
বন্ধু এবার সপ্নতে আমায়
তুমি খোঁজো।
রাত জাগা পাখি হয়ে
যার কথা ভাবি,
এই মনে একা একা
তার ছবি আঁকি।
জোস্নার নীল আলো
তার চোখে ভাসে।
বন্ধু হয়ে থেকো তুমি
চিরদিন পাশে।
✨শুভ রাত্রি✨
আকাশে রয়েছে কতো
মিষ্টি মধুর তারা।
মনটা হারিয়েছে আজ
ওই চাঁদের পাড়াই।
চাঁদের পাড়াতে বন্ধু আমি
তোমায় দেখা পাই।
এখন শুধু শুয়ে শুয়ে
Good Night গাই।
রাত হয়েছে ঘুমিয়ে পরো,
কালকে কথা হবে।
চন্দ্র মামা আকাশ জুড়ে
জোস্না ছড়াবে।
রাতের বেলায় আলগা হওয়ায়
ঘুম ঘুম চোখ।
বন্ধু তোমার আজকের রাতের
ঘুম টা ভালো হোক।
✨শুভ রাত্রি✨
ভালো থাকো বন্ধু তুমি,
ভালো রাখো মন,
মন যদি চাই তবে
করিও স্মরণ,
রাখো যদি বন্ধু আমায়
তোমার মনে,
পাবে তবে আমায়
খুঁজে তোমার স্বপনে।
✨শুভ রাত্রি✨
বৃষ্টি ভেজা শুভ রাত্রি
বৃষ্টি ভেজা শুভ রাত্রি ঃ বৃষ্টির দিনের রাতটা আসলেই সেরা একটা রাত । চারিদিকে নিরব নিস্তব্দ , ঝিঝিপোকা এবং ব্যাঙ্গের ডাক । এই মুহুর্তে বাহিরে ঘুরতে গেলেও একটা ফিলিংস পাওয়া যায় । সেই মুহুর্তে আপনার প্রিয় মানুষ কিংবা প্রিয় বন্ধুকে শুভ রাত্রি জানাতে পারেন , সুন্দর একটা মেসেজের মাধ্যমে ।
বৃষ্টি ভেজা শুভ রাত্রি |
বৃষ্টি ভেজা শুভ রাত্রি |
যদি কোনো বৃষ্টি ভেজা রাতে,
তোমার চোঁখে ঘুম না আসে,
জানালার পাশে তুমি এসে দাঁড়িও ।
ভুল করে যদি আমার কথা মনে পরে যায়,
গ্রিলের ও পাশে দুটি হাঁত
বাড়িয়ে দিও । আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায়
ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সকল কষ্ট
ধুয়ে দেবো ।
ঝিরি - ঝিরি হিমেল বাতাস
হয়ে ছুঁয়ে দেবো তোমার কোমল নরম মুখ
টি ।
না হয় দমকা বাতাস
হয়ে ছুঁয়ে যাবো তোমার চুল,
বুঝে নিও
তুমি সেটি বৃষ্টি ছিলো না ছিলাম আমি,
আমি কাঁদছিলাম,
আমার সেই কান্নার জল
গুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে তোমায়
একটু
ছোঁবে বলে ।
আরো পড়ুন ঃ বাস্তব জীবন নিয়ে কিছু কথা
শেয়ার চ্যাট বাংলা শুভ রাত্রি | শুভ রাত্রি share chat
শুভ রাত্রি image
শুভ রাত্রি বাংলা গান
বাংলা শুভ রাত্রি
শুভ রাত্রি ভিডিও ডাউনলোড
শুভ রাত্রি শেয়ার চ্যাট
শনিবারের শুভ রাত্রি
শেয়ার চ্যাট শুভ রাত্রি, শুভ রাত্রি এসএমএস,শুভ রাত্রি ছন্দ,শুভ রাত্রি বন্ধু,গুড নাইট শুভ রাত্রি বন্ধু,শুভ রাত্রি,শুভ রাত্রি মেসেজ,শুভ রাত্রি শুভেচ্ছা,good night share chat status,শুভ রজনী,রাতের ভালোবাসার ছন্দ sms,শুভ রজনী বন্ধু,শুভরাত্রি,sharechat,শুভরাত্রি ছন্দ,শুভরাত্রি কবিতা,শুভরাত্রি গুডনাইট,good night sharechat,mayabi chand,শুভরাত্রি শুভেচ্ছা মেসেজ,kanthe amar jhara,শিবরাত্রি কবে,good night sharechat status video,শিবরাত্রি 2022,শিবরাত্রি ব্রত কথা,short
আপনি আসলেই নিওটেরিক আইটির একজন মূল্যবান পাঠক । বাংলা শুভ রাত্রি জানানোর এসএমএস। Bangla good night sms এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ । এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবস্যয় আমাদের কমেন্ট করে জানাবেন । আরো পড়ুনঃ -